হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে প্রায় ২৭ হাজার ক্যান অবৈধ চীনা বিয়ার জব্দ, গ্রেপ্তার ৩

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ২৬ হাজার ৮৮০ ক্যান আমদানি নিষিদ্ধ চীনা বিয়ার জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার ভোরে পটুয়াখালী টোল প্লাজায় একটি কাভার্ড ভ্যানে এসব বিয়ার পাওয়া যায়। 

এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)। বাসিরুল ও মেহেদী পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্রের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে কর্মরত। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পটুয়াখালী টোল প্লাজা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে। প্রতিটি ক্যান ৩৩০ এমএল ওজনের মোট ৮ হাজার ৮৭০ লিটার বিয়ার জব্দ করা হয়। এর বাজারমূল্য ২ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকা। 

ধারণা করা হচ্ছে, চীন থেকে নৌপথে এসব বিয়ার পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে তা জব্দ করা হয়। বরিশাল বিভাগে জব্দ করা অবৈধ বিয়ারের এটাই সবচেয়ে বড় চালান। 

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী