হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে হামলা করে ঘর ভেঙে নেওয়ার ভিডিও ভাইরাল

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে হাত বোমা ফাটিয়ে হামলা করে ঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সাঈদ ব্যাপারীর ঘর ভেঙে নেয় প্রতিপক্ষের লোকজন। আর এদিন সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে মুলাদী থানা-পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ চৌকিদার নামের একজনকে গ্রেপ্তার করে। 

ভুক্তভোগী সাঈদ ব্যাপারীর স্ত্রী জান্নাত আক্তার বলেন, একই গ্রামের আব্দুর রব চৌকিদারের ছেলে রিয়াজ চৌকিদারের নেতৃত্বে ১৪-১৫ জন হামলা চালিয়ে ঘর ভেঙে নিয়েছে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে কমপক্ষে ৫ জন আহত হয়। 

জান্নাত আক্তার আরও জানান, জমি নিয়ে আব্দুর রব চৌকিদারের লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বিরোধের জেরে সাঈদ ব্যাপারীর নামে মামলা হলে শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাঈদ ব্যাপারী না থাকায় শনিবার ভোর সাড়ে ৬টার দিকে রিয়াদ চৌকিদার, মিরাজ, নিরব, মিরনসহ ১৪-১৫ জন লোক রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। 

হামলাকারীরা হাত বোমা ফাটিয়ে বাড়িতে ঢুকে প্রথমে জান্নাতকে মারধর করে বেঁধে ফেলে। পরে বাড়ির একটি টিনের ঘর ভেঙে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে রানী বেগম, নাছিমা বেগম, নবীনসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় জান্নাত আক্তার বাদী হয়ে রিয়াদ চৌকিদারসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করলে পুলিশ শনিবার দুপুরে রিয়াদ চৌকিদারকে গ্রেপ্তার করেছে। 

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, বাড়িতে হামলা ও ঘর ভেঙে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর