হোম > সারা দেশ > বরগুনা

নদীতে ইলিশ শিকারের অপরাধে জেলেকে ২২ দিনের কারাদণ্ড

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সরকারি নির্দেশনা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে সোহেল মৃধা নামে এক জেলেকে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গুলিশাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের এ দণ্ড দেন।

জানা গেছে, মা ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার, বিপণন ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। এ নির্দেশনা উপেক্ষা করে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের সোহেল মৃধা (৩৫) পায়রা নদীতে ইলিশ শিকার করতে জাল ফেলে।

খবর পেয়ে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার পায়রা নদীতে অভিযান চালিয়ে জালসহ সোহেল মৃধাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করেছে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে সোহেল মৃধাকে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা