পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের বাগাড় মাছ। আজ শনিবার সকালে মাছটি আব্দুর রফিক নামে এক জেলে উপজেলার কাছিপাড়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন।
উপজেলার কাছিপাড়ার বাসিন্দা প্রভাষক আবু হাসান মিরন বলেন, স্থানীয় বাজারে আজ সকালে বাগাড় প্রজাতির ১৭ কেজি ওজনের মাছটি রফিক নামে এক ব্যক্তি নিয়ে আসেন। এ সময় বাজারে আসা লোকজনের মধ্যে একটা শোরগোল পড়ে যায়। এত বড় মাছটি দেখার জন্য বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। বাজারে মাছটি কেজিপ্রতি ৬০০ টাকা দরে দাম করলেও জেলে তা বিক্রি না করে নিয়ে যান।
জেলে আব্দুর রফিক বলেন, ‘মাছটি আজ সকালে কারখানা নদী থেকে শিকার করে কাছিপাড়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসি। কিন্তু দাম কম বলায় উপজেলার কালাইয়া বন্দরের মাছবাজারে নিয়ে এলে এক ব্যবসায়ী ১ হাজার ২০০ টাকা কেজি দরে ২০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, উপজেলার কারখানা, তেতুলিয়া ও লোহালিয়া নদীতে এ সময় ইলিশ ছাড়াও আইড়, বাগাড়, পাঙাশ, খসরুসহ নানা প্রজাতির মিঠাপানির মাছ পাওয়া যায়।