হোম > সারা দেশ > বরিশাল

বিএনপির সমাবেশের চাপে বরিশালে ইন্টারনেট বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে ইন্টারনেট বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও এয়ারটেলের ইন্টারনেট কাজ করছে না। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। গণসমাবেশে দায়িত্বরত সংবাদকর্মীরাও পড়েছেন বিপাকে।

বঙ্গবন্ধু উদ্যানসংলগ্ন বরিশাল জিলা স্কুলের সামনে অপেক্ষমাণ কয়েকজন সংবাদকর্মী বলেন, বঙ্গবন্ধু উদ্যান থেকে সমাবেশ প্রচার বা তথ্য সরবরাহের কোনো উপায় নেই। শত শত সংবাদকর্মী এই সমস্যায় ভুগছেন।

নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারাও জানান, তারা মোবাইল ফোনে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারছেন না, যে কারণে গণসমাবেশের তথ্য পাচ্ছেন না তাঁরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকেরা।

বরিশালে ব্রন্ডব্যন্ড প্রতিষ্ঠান ইউরোটেলের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাকির হোসেন আজকের প্রত্রিকাকে বলেন, ‘গণসমাবেশের কারণে বরিশাল নগরীতে জনসংখ্যা অনেক বেড়ে গেছে। এত চাপ ধারণের সক্ষমতা মোবাইল অপারেটর কোম্পানিগুলোর নেই। তাই নেটওয়ার্কে নেট সমস্যা দেখা দিয়েছে।’

তবে ব্রন্ডব্যান্ড প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

ইন্টারনেট সেবার বিপর্যয়ের পেছনে সমাবেশের প্রচার চাপা দেওয়ার উদ্দেশ্য কাজ করেছে অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

হিজলা থেকে আসা বিএনপির নেতা নুরুল আলম রাজু বলেন, ‘বিএনপির গণসমাবেশে জনতার স্রোত যেন সারা বিশ্ব দেখতে না পারে, এ জন্য ইন্টারনেট বিপর্যায় ঘটানো হয়েছে।’

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি