হোম > সারা দেশ > বরিশাল

ভান্ডারিয়ায় আ.লীগ-যুবলীগের নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের বটতলা থেকে চরখালী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে এই মানববন্ধন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের মানুষ। 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফইজুর রশিদ খসরু জমাদ্দার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ। 

বক্তারা বলেন, ‘ইফতার মাহফিলকে কেন্দ্র করে ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়। এ ছাড়া আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার না হলে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেবেন আওয়ামী লীগের নেতারা। 

 ১৭ এপ্রিল ইফতার মাহফিলকে কেন্দ্র করে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হলে পরে ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে ভাঙচুর করা হয়। এ ঘটনার আট দিন পর তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার এবং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপুসহ ৩২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন জাতীয় পার্টির (জেপির) উপজেলা জাতীয় যুব সংহতির সদস্যসচিব মামুন অর রশিদ।

বিএনপির একটি অংশকে প্রতিহত না করলে দিন দিন ভোট কমে যাবে: হেনস্তার ঘটনায় ব্যারিস্টার ফুয়াদ

‘বাকসু’ নিয়ে টানাটানি, ক্ষুব্ধ বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা, ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া

মুলাদীতে ডিসি-ইউএনওর সামনেই সেতু উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের হামলা, ভাঙচুর

পর্যটক বাড়ছে স্টিমার পিএস মাহসুদে, আশাবাদী বিআইডব্লিউটিসি

বরিশাল বিসিক শিল্পনগরীতে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা