হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে উত্তেজনা, প্রক্টরের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার মধ্যেই ববি প্রক্টরের আকস্মিক এই পদত্যাগ।

জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ১ অক্টোবর ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালকে প্রক্টরের এ পদে দায়িত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে ড. রাহাত হোসাইন আজকের পত্রিকাকে বলে, তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, ববি ভিসি অধ্যাপক ড. সুচীতা শরমিন ঘনিষ্ঠ সহচর হওয়ায় বিতর্কিত ড. কলিমুল্লাহকে ববির বিভিন্ন কমিটিতে রাখেন। ড. কলিমুল্লাহ ইস্যুতে ক্ষুব্ধ ববির ছাত্র, শিক্ষক কর্মকর্তারা। এদিকে গত মঙ্গলবার ববির নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদানে বাধা দেন।

এর আগে আবু হেনা মোস্তফা কামাল খান রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার থাকাকালীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয় তুলে ধরেন ছাত্ররা। মঙ্গলবার রাতে তড়িঘড়ি করে আবু হেনা মোস্তফা কামাল খান ক্যাম্পাসে এসে যোগদানের চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীদের বাধার কারণে তিনি রাতে যোগদান করতে পারেননি। বুধবার সকালে এ নিয়ে নতুন ট্রেজারারকে ঠেকাতে ছাত্র শিক্ষকেরা ক্যাম্পাসে অবস্থান নেন।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, প্রক্টর সাড়ে ১২টার দিকে ২ লাইনের পদত্যাগপত্র দিয়েছেন। আর নতুন ট্রেজারার বুধবার দুপুর পর্যন্ত যোগদান করতে পারেননি।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ