হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ২

পটুয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে সদর থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ।  

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভিকটিম ও ভিকটিমের দাদি বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে ভিকটিম নিজ বসতঘর থেকে পাশে চাচার বসতঘরে যাওয়ার সময় পাশের ছোট আউলিয়াপুর গ্রামের মিঠু (৩০), মিরাজ (২৮) ও রানা (৩২) মুখ চেপে ধরে বাগানে নিয়ে যান এবং তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। তিনজন মিলে তাঁকে তুলে নিলেও ওই বাগানে আরও তিন-চারজন আগে থেকে অবস্থান করছিলেন।

মেয়েটির দাদি বলেন, ‘ওরা প্রতিদিন রাতে বাগানে বসে তাস খেলে ও নেশা করে। ওদেরকে নিষেধ করলেও শোনে না। আমি এর বিচার চাই।’

সদর থানার এসআই মো. কামরুল বলেন, এ ঘটনায় রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামের দুজনকে আটক করা হয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর