হোম > সারা দেশ > পিরোজপুর

নাজিরপুরে ইমামের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরে এক সহকারী ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত ইমাম মো. মাহমুদুল হাসান (৩২) উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি গোপালগঞ্জের মধ্যমিয়া জামে মসজিদের সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত জিয়াউদ্দিন ফরাজীর ছেলে আরিফ ফরাজী (৩৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে মসজিদ থেকে রাস্তায় উঠতেই পূর্বপরিকল্পিতভাবে শত্রুতার জেরে আরিফ ফরাজী পেছন থেকে লোহার রড দিয়ে মাহমুদুল হাসানের মাথায় আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসক আরিফ জানিয়েছেন, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন।

অভিযুক্ত আরিফের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু