হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বর আজকের পত্রিকাকে বলেন, শাহনাজ পারভীনের স্বামী অবসরপ্রাপ্ত সেনাসদস্য ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর দুটি সন্তান কলাপাড়া সদরে থাকে। বাড়িতে তিনি একাই ছিলেন। গভীর রাতে ঘরের পেছনের বেড়া কেটে ভেতরে ঢুকে হাত-পা বেঁধে হত্যার পর ডাকাতি করে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পারভীনের দেবর শাহআলম গিয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে তাঁর ভাবিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার করেন। এ সময় স্থানীয়রা গিয়ে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে এটি ডাকাতি, নাকি চুরি তা তদন্ত করে দেখা হচ্ছে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম