হোম > সারা দেশ > বরিশাল

কোস্ট গা‌র্ডের অভিযা‌নে ৫৩ ড্রেজার, ৩৬ বাল্কহেড জব্দ: ইজারাদারসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হিজলার সাওরাখালী এলাকায় মেঘনা নদীতে গতকাল শনিবার অভিযান চালিয়ে কোস্ট গার্ডের সদস্যরা ৫৩টি ড্রেজার ও ৩৬টি বাল্কহেড জব্দ করেন। গ্রেপ্তার করা হয় ইজারাদার বাসেদসহ ছয়জনকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কোটি ১৩ লাখ টাকা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের হিজলা উপজেলার সাওরাখালীতে মেঘনা নদীর মাত্র ১০০ একর এলাকায় শত শত ড্রেজার দিয়ে বালু তোলা হয়। সেই বালু পরিবহনের জন্য রাখা হয় সমপরিমাণ বাল্কহেড। যত দূর চোখ যায় শুধু ড্রেজার আর বাল্কহেড দেখা যায়। গতকাল শনিবার সেই এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ডের সদস্যরা ৫৩টি ড্রেজার ও ৩৬টি বাল্কহেড জব্দ করেছেন। গ্রেপ্তার করা হয়েছে ইজারাদার বাসেদসহ ছয়জনকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কোটি ১৩ লাখ টাকা।

জেলা প্রশাসনের আহ্বান করা ৫৬ লাখ ১০ হাজার টাকা দরের বালুমহাল ১৬ কোটি ৩৭ লাখ টাকায় ইজারা নিয়েছেন বাসেদ। এরপর থেকেই দিন-রাত শতাধিক ড্রেজার দিয়ে বালু খনন করা হচ্ছে। ফলে সাওরাখালী এলাকাটি ভাঙনের ঝুঁকিতে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিলে গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড জব্দ করেছেন। গ্রেপ্তার করেছেন ইজারাদার বাসেদসহ ছয়জনকে। তাঁদের কাছে পাওয়া যায় ১ কোটি ১৩ লাখ টাকা। তবে এই টাকা নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মেঘনার ওই রুট দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজ থেকে চাঁদা নেওয়া হয়। জব্দ করা টাকাগুলো জাহাজ থেকে আদায় করা চাঁদার টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা জাহাজে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।

মেঘনাবেষ্টিত উপজেলা হিজলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন গৌরবদী ইউনিয়নের দক্ষিণ পাশে সাওরাকান্দি পয়েন্ট। চাঁদপুর, লক্ষীপুর ও শরিয়তপুর থেকে বয়ে আসা মেঘনার তিন মুখ এই পয়েন্টে মিলেছে। জেলা প্রশাসনের তালিকাভুক্ত এই বালুমহালটি বালুখেকোদের জন্য লোভনীয় এলাকা। নেপথ্যে থেকে তাঁদের সব ধরনের সহায়তা দেন স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতারা।

নির্ধারিত ১০০ একরের বালুমহালটি ১৬ কোটি ৩৭ লাখ টাকায় ইজারা নিয়েছেন আব্দুল বাসেদ। সরকারি দর ছিল ৫৬ লাখ ১০ হাজার টাকা। বালুমহালের দরপত্র বাগাতে গি‌য়ে গত ২৫ মার্চ এক সেনাসদস্যকে মারধরসহ নানা অপ্রীতিকর ঘটনায় হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, যুবদল সভাপতি মাকসুদুর রহমানসহ আটজনের দলীয় পদ স্থগিত হয়।

হিজলার সাওরাখালী এলাকায় মেঘনা নদীতে গতকাল শনিবার অভিযান চালিয়ে কোস্ট গার্ডের সদস্যরা ৫৩টি ড্রেজার ও ৩৬টি বাল্কহেড জব্দ করেন। গ্রেপ্তার করা হয় ইজারাদার বাসেদসহ ছয়জনকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কোটি ১৩ লাখ টাকা। ছবি: আজকের পত্রিকা

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১ মে থেকে বালু তোলা শুরু হয়। প্রথম দিন থেকেই শতাধিক ড্রেজার স্থাপন করা হয়। সব সময় প্রায় ৮০টি ড্রেজার চালু থাকত। এতে এলাকাটি ভাঙনের মুখে পড়লে গত শুক্রবার নদী ও ভূমিরক্ষা কমিটি খুন্না বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করে। ওই দিন হিজলা সফরে ছিলেন উপজেলার সন্তান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তিনি বিক্ষুব্ধদের বক্তব্য শুনে জেলা প্রশাসনকে অভিযানের নির্দেশ দেন। এর ফলেই গতকাল সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালায় কোস্ট গার্ড।

বিগত টানা ১৫ বছর সাওরাখালী বালুমহালের ইজারাদার ছিলেন রুবেল মিয়া। তিনি বলেন, ২০১৪ সালেও এটির ইজারা ছিল ৪ লাখ ২ হাজার টাকা। সর্বশেষ গত বছর ইজারা নিয়েছিলেন ৫১ লাখ ৩০ হাজার টাকায়। ওই পয়েন্টে তিনি সর্বোচ্চ ১৩টি ড্রেজার চালাতে পেরেছিলেন। এক বছরের ব্যবধানে সেটি ১৬ কোটি টাকায় ইজারা নিলে টাকা তুলতে ইজারাদাকে বেপরোয়াভাবেই বালু তুলতে হবে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ