হোম > সারা দেশ > বরিশাল

লঞ্চের কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধার 

বরিশাল প্রতিনিধি

ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ কুয়াকাটা-২-এর কর্মচারী কেবিন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শারমিন আক্তার (৩০)। আজ শুক্রবার লঞ্চটি বরিশালে পৌঁছার পর কেবিন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শারমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

বরিশাল নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, কুয়াকাটা-২ লঞ্চ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃতদেহের ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

লঞ্চের কর্মচারী মো. সোহাগ বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁর কাছ থেকে কেবিনটি ভাড়া নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে দুই যাত্রী লঞ্চে ওঠেন। সকালে লঞ্চ বরিশালে পৌঁছার পর বাইরে থেকে কেবিন তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, নারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিহত নারীর সঙ্গে থাকা পুরুষকে শনাক্তের চেষ্টা চলছে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি