হোম > সারা দেশ > বরিশাল

লঞ্চের কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধার 

বরিশাল প্রতিনিধি

ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ কুয়াকাটা-২-এর কর্মচারী কেবিন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শারমিন আক্তার (৩০)। আজ শুক্রবার লঞ্চটি বরিশালে পৌঁছার পর কেবিন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শারমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

বরিশাল নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, কুয়াকাটা-২ লঞ্চ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃতদেহের ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

লঞ্চের কর্মচারী মো. সোহাগ বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁর কাছ থেকে কেবিনটি ভাড়া নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে দুই যাত্রী লঞ্চে ওঠেন। সকালে লঞ্চ বরিশালে পৌঁছার পর বাইরে থেকে কেবিন তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, নারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিহত নারীর সঙ্গে থাকা পুরুষকে শনাক্তের চেষ্টা চলছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা