বাউফল উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন হাওলাদার (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেল সারে ৪টায় উপজেলার বিলবিলাস গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী,৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
গতকাল বুধবার সকাল ৯টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, ওসি আল মামুন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম মিয়া জেলা পরিষদের সদস্য হারুন রসিদ প্রমুখ।
এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির চেয়ারম্যান ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি।