বরিশালের উজিরপুরে বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামালের সঙ্গে এক নারীর আপত্তিকর অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় তাঁকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারির এক স্বাক্ষরিত বিবৃতিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।
বহিষ্কার আদেশের সত্যতা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারি বলেন, কোনো ব্যক্তির দায় দল নেবে না। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কামাল বলেন, বহিষ্কারের আদেশের ব্যাপারে শুনেছি। আগামী ২ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। আসন্ন কাউন্সিল ঘিরে আমি ষড়যন্ত্রের স্বীকার হয়েছি।