বরিশাল শেবাচিম হাসপাতালে মাকে ডাক্তার দেখাতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. শান্ত আনসার সদস্যদের মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় চার আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার হাসপাতালের নিচতলায় এ ঘটনা ঘটে।
আনসারের বরিশাল জেলা কমান্ডার বাসুদেব ঘোষ বলেন, ওই ঘটনায় চার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন হেমায়েত উদ্দিন, শাকিল, হানিফ ও রিয়াজ। এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতালের আনসার কমান্ডার মোশারেফ হোসেন বলেন, বহির্বিভাগে টিকিট সংগ্রহ করতে এক নারী লাইনে দাঁড়ান। এ সময় ওই নারীর সঙ্গে আনসার সদস্য হেমায়েতের তর্ক হয়। তখন পাশেই থাকা নারীর ছেলে গিয়ে আনসারের সঙ্গে তর্ক ও ধাক্কাধাক্কি শুরু করেন। এই ঘটনার খবরে ববির শিক্ষার্থীরা আনসার সদস্যদের বিচার দাবিতে হাসপাতালে বিক্ষোভ করতে থাকেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। তাই ওই চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।