হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ১০

বরিশাল ও উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও বাকি আটজন পুরুষ। শিশুটির নাম অনিক (১০)। এখনো বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। 

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, যমুনা পরিবহনের বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বামরাইলে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, আমাদের দুটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। গাছের মধ্যে বাসটি ঢুকে গেছে। বাসের বিভিন্ন অংশ কেটে যাত্রীদের মরদেহ উদ্ধার করতে হচ্ছে বলেও জানান তিনি।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রণব রায় শুভ জানান, এ দুর্ঘটনায় ছয় জনের চিকিৎসা চলছে। বা‌কিদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর