বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও বাকি আটজন পুরুষ। শিশুটির নাম অনিক (১০)। এখনো বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।
আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, যমুনা পরিবহনের বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বামরাইলে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, আমাদের দুটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। গাছের মধ্যে বাসটি ঢুকে গেছে। বাসের বিভিন্ন অংশ কেটে যাত্রীদের মরদেহ উদ্ধার করতে হচ্ছে বলেও জানান তিনি।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রণব রায় শুভ জানান, এ দুর্ঘটনায় ছয় জনের চিকিৎসা চলছে। বাকিদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।