হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ১০

বরিশাল ও উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও বাকি আটজন পুরুষ। শিশুটির নাম অনিক (১০)। এখনো বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। 

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, যমুনা পরিবহনের বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বামরাইলে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, আমাদের দুটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। গাছের মধ্যে বাসটি ঢুকে গেছে। বাসের বিভিন্ন অংশ কেটে যাত্রীদের মরদেহ উদ্ধার করতে হচ্ছে বলেও জানান তিনি।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রণব রায় শুভ জানান, এ দুর্ঘটনায় ছয় জনের চিকিৎসা চলছে। বা‌কিদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত নেছারাবাদের নদীতীরের গ্রামগুলো

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ