হোম > সারা দেশ > বরিশাল

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিসে পাওয়া মদের বোতল। ছবি: আজকের পত্রিকা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিসে মদের বোতল পাওয়া গেছে। এ ঘটনায় অফিসপাড়ায় তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, উপজেলা মৎস্য অফিসে বসে দীর্ঘদিন ধরে মদ্য পান করছেন অফিসের কর্মকর্তারা। আজ সোমবার দুপুরে অফিসে বসে পান করে রাখা ম্যাজিক মোমেন্ট (গ্রিন ভদকা) নামের একটি মদের বোতল পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে অফিসের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসে এ ধরনের কার্যকলাপ চালাচ্ছিলেন অসাধু কর্মকর্তারা। স্থানীয় সচেতন মহল জানায়, কোনো সরকারি অফিসে এভাবে মদের ব্যবহার মেনে নেওয়া যায় না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

জানতে চাইলে মৎস্য অফিসের অফিস সহায়ক মো. রাজিব হোসেন কর্মকর্তাদের দোষ নিজের ঘাড়ে নিয়ে বলেন, ‘আমি একটি ভাঙারি দোকান থেকে পানি খাওয়ার জন্য মদের বোতলটি এনেছি। তবে এখনো বোতলটি ব্যবহার করা হয়নি।’

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক আজকের পত্রিকাকে বলেন, অফিসে মদের বোতল থাকা কোনোভাবেই কাম্য নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি