হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে বাড়ি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে নিজ ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বিলকিস বেগম (৫০) উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালি গ্রামের মন্নান হাওলাদারের স্ত্রী। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শোয়ার ঘরে গিয়ে বাড়ির ভাড়াটিয়া মরদেহ দেখতে পান। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্‌ঘাটনে পুলিশ ও সিআইডি কাজ করছে। তবে পুলিশ বলছে, বিলকিসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। পূর্বপরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত। নিহতের শরীরে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের একটি গ্রিল ভাংগা এবং পিছনের দরজা খোলা ছিল। তবে বিষয়টি চুরির ঘটনা মনে হচ্ছে না। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনা তদন্তে আমাদের কয়েকটি টিম কাজ করছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা অল্প সময়ের মধ্যেই আমরা উদ্‌ঘাটন করব।

নিহত বিলকিস বেগমের মেয়ে জামাই মো. সোহেল আমিন আজকের পত্রিকাকে বলেন, আমার শাশুড়ি ঈদ উপলক্ষে গত মঙ্গলবার ঢাকা থেকে বাড়িতে আসেন। গত রাতেও আমার স্ত্রীর সঙ্গে তার কথা হয়। আজ সকালে বাড়ির ভাড়াটিয়া আমাকে ফোন দিয়ে বলে আপনার শাশুড়ির অবস্থা ভালো না, ঘরের মালামাল এলোমেলো আপনি দ্রুত আসুন। আমরা বাড়িতে ডাক্তার নিয়ে আসলে ডাক্তার জানায় সে অনেক আগেই মারা গেছেন।

বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমান জুয়েল আজকের পত্রিকাকে বলেন, আমরা ২১ সাল থেকে এই বাড়িতে ভাড়া থাকি। আজ শনিবার সকালে আমার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে ঘরের ব্যাগ এবং লাকেজ এলোমেলো। আমার স্ত্রী আমাকে বলে চাচি (বিলকিস বেগম) আমাদের ব্যাগগুলো কেন হাতিয়েছে জিজ্ঞাসা করো। এরপর আমি চাচিকে কিছুক্ষণ ডাকাডাকি করি। কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখি ঘরের সবকিছু এলোমেলো। বিষয়টি দেখে সন্দেহ হলে ঘরের দোতলায় গিয়ে দেখি সেখানেও সব এলোমেলো। আমার স্ত্রী খেয়াল করে ঘরের জানালার চারটা শিক ভাঙা ছিল। এরপর আমি তার মেয়ে জামাইকে ফোন দিয়ে ঘটনাটি জানাই।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর