হোম > সারা দেশ > বরিশাল

টিকটক, ফেসবুকে সময় নষ্ট না করে নিজেদের তৈরি কর: শিক্ষার্থীদের শ্রমসচিব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সভায় উপস্থিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশে একজন ছাত্রী চিকিৎসাশাস্ত্রে পড়েন ভালো পাত্রী হওয়ার জন্য। তাহলে তাঁদের পড়াশোনা করিয়ে কী লাভ? আমাদের বড় স্বপ্ন দেখে সামনে এগিয়ে যেতে হবে। বিশ্বের অনেক দেশ দক্ষ জনশক্তি চায়; কিন্তু তা কীভাবে পাব? আমাদের অসংখ্য জনশক্তি থাকলেও দক্ষ জনশক্তির অভাব রয়েছে। তাই আমাদের দক্ষ হিসেবে তৈরি করতে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে তারুণ্যের ভাবনায় কর্মসংস্থানবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সচিব সফিকুজ্জামান আরও বলেন, ‘আমাদের বরিশালে অনেক পর্যটন এলাকা রয়েছে। সেই স্থানগুলো আমাদের অর্থনৈতিক শক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সব ছাত্রছাত্রী নিজেরা সুসংগঠিত হও। বাজার অস্থিরতা থেকে দেশকে বাঁচাতে চাষি থেকে পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে কাজ করো।’

শ্রম ও কর্মসংস্থানসচিব বলেন, ‘টিকটক, ফেসবুকে সময় নষ্ট না করে নিজেদের তৈরি কর। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’

বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম, বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষ লতিফা আক্তার, বরিশাল কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবির, বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আল ইমরান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ আখতারুজ্জামান খান। পরে সচিব এ এইচ এম সফিকুজ্জামান সরকারি বিএম কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা