হোম > সারা দেশ > ভোলা

ঘূর্ণিঝড় অশনি: ভোলায় বৃষ্টির সঙ্গে বইছে বাতাস, উত্তাল নদী

ভোলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বৃষ্টি শুরু হয়েছে। বইছে হালকা বাতাস। আজ সোমবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইতে শুরু করেছে। এতে সাধারণ মানুষজন ভোগান্তিতে পড়েছেন। সদর রোড এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি কমে গেছে। খুব জরুরি কাজ ছাড়া অধিকাংশ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। 

জানা যায়, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে। এতে নদীর তীরবর্তী এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলার কোথাও বেড়িবাঁধের কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ভোলা ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ। 

ভোলা জেলা রেডক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্মকর্তা (সিপিপি) আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা মধ্যে ভোলার বিভিন্ন উপজেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। 

প্রস্তুতি কর্মসূচি কর্মকর্তা আরও বলেন, আমাদের স্বেচ্ছাসেবকেরা প্রস্তুত রয়েছেন। আমাদের অফিস সার্বক্ষণিকভাবে খোলা রাখা হয়েছে। 

ভোলা জেলা ট্রলার মালিক সমিতির নেতা মো. ফারুক বলেন, সমুদ্র উত্তাল হওয়ায় অধিকাংশ মাছধরা ট্রলার ঘাটে ফিরেছে। কেউ কেউ সমুদ্রতীরের বিভিন্ন ছোট খালে আশ্রয় নিয়েছেন। যারা এখনো ঘূর্ণিঝড়ের সংকেত পায়নি, তাঁদেরও সংকেত দিয়ে সতর্ক করার পাশাপাশি তীরে আনার চেষ্টা চলছে। 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫