হোম > সারা দেশ > বরগুনা

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা: অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় ধর্ষণের শিকার হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর (১৩) আত্মহত্যার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তার সহপাঠীরা এবং সকালে শেখ রাসেল স্কয়ারে বাংলাদেশ মহিলা পরিষদ মানববন্ধন করে। 

মানববন্ধনে বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা বলেন, ধর্ষণের ঘটনার ১০ দিন পার হলেও পুলিশ মামলা নেয়নি। পরে বাধ্য হয়ে ঘটনার সাত দিন পর বরগুনা নারী ও শিশু বিচার ট্রাইব্যুনালে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। বক্তারা অভিযুক্ত জুবায়ের, ফয়সাল, সাকিবুল ইসলাম হৃদয় ও তন্নিকে গ্রেপ্তারের দাবি করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবির হোসেন, নুরুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের পাথরঘাটা উপজেলা সভাপতি কানিজ ফাতিমা বিনা, সাধারণ সম্পাদক মুনিরা ইয়াসমিন খুশি, মির্জা শহিদুল ইসলাম খালেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা মিলন ও স্কুলছাত্রীর বাবা। 

গত ২৭ জুন দুপুরে চরদুয়ানী বাজারের মিনা লাইব্রেরি অ্যান্ড কসমেটিকসের দোকানে ওই স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরদিন ওই ছাত্রী আত্মহত্যা করলে ৩ জুলাই তার মা বাদী হয়ে বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা করেন। ধর্ষণের শিকার স্কুলছাত্রী মুক্তা চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের উত্তর কাঁঠালতলী এলাকার মোস্তফা মিয়ার মেয়ে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা