হোম > সারা দেশ > বরিশাল

শ্রেণিকক্ষে ফ্যান খুলে মাথায়, ২ শিক্ষার্থী জখম

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা শিক্ষার্থীরা হলো—মো. রায়হানুল ইসলাম ও আঁখি আক্তার। দুজনই ওই বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও নাসিবা বলে, ক্লাস চলাকালীন একটি ফ্যান খুলে পড়ে যায়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে দশম শ্রেণিতে মানবিক বিভাগের ইতিহাস বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের একটি ফ্যান খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত রায়হানুল ইসলামকে পার্শ্ববর্তী মহিষ কাটা বাজারে চিকিৎসক শাহ আলম মিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। তার মাথায় পাঁচটি সেলাই লেগেছে। আহত অপর শিক্ষার্থী আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে একটি পুরোনো ভবনে শ্রেণিকক্ষের কার্যক্রম চলে। এ ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। পাশেই আরেকটি নতুন ভবনের কাজ চলমান রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ অর্থ বছর শেষ হয়ে গেলেও ঠিকাদার কাজটি করছেন না। যার ফলে শ্রেণিকক্ষের সংকট রয়েছে।

ঠিকাদার মো. সেলিম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে যেটুকু কাজ করা হয়েছে, সেই কাজের তুলনায় অফিস থেকে আমাকে কম টাকা দেওয়া হয়েছে। এ জন্য কাজটি সম্পূর্ণ করতে দেরি হচ্ছে।’

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর