হোম > সারা দেশ > বরিশাল

সড়কের পাশে পড়ে ছিলেন পলিথিনে মোড়ানো অ্যাসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অ্যাসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারীকে। ছবি: আজকের পত্রিকা

বরিশালে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যাসিডদগ্ধ এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানার তালুকদারহাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর নাম মারিয়া বেগম (২৩)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর নাম মশিউর। তাঁদের শ্বশুরবাড়ি ভোলায় হলেও মারিয়ার বাবার বাড়ি বরিশাল নগরীর দপদপিয়া গ্যাসটারবাইন এলাকায়। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলেও জানায় পুলিশ।

হাসপাতাল সূত্র জানায়, ভুক্তভোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে অ্যাসিডদগ্ধের আলামত রয়েছে এবং চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ভোরে তালুকদারহাট এলাকার কিছু ব্যবসায়ী সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম