হোম > সারা দেশ > বরিশাল

সড়কের পাশে পড়ে ছিলেন পলিথিনে মোড়ানো অ্যাসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অ্যাসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারীকে। ছবি: আজকের পত্রিকা

বরিশালে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যাসিডদগ্ধ এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানার তালুকদারহাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর নাম মারিয়া বেগম (২৩)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর নাম মশিউর। তাঁদের শ্বশুরবাড়ি ভোলায় হলেও মারিয়ার বাবার বাড়ি বরিশাল নগরীর দপদপিয়া গ্যাসটারবাইন এলাকায়। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলেও জানায় পুলিশ।

হাসপাতাল সূত্র জানায়, ভুক্তভোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে অ্যাসিডদগ্ধের আলামত রয়েছে এবং চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ভোরে তালুকদারহাট এলাকার কিছু ব্যবসায়ী সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা