হোম > সারা দেশ > বরিশাল

নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে অপসারণের দাবি শিক্ষার্থীদের

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবিতে আজ শুক্রবার সকাল ১০টার দিকে মানববন্ধন করেছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বিদ্যালয়ের এক আয়াকে যৌন হয়রানির চেষ্টা করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ওই আয়ার সঙ্গে অসদাচরণ করেন তিনি। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই শিক্ষক বিদ্যালয়ে যত দিন থাকবেন, তত দিন বিদ্যালয়ের নারী কর্মী ও ছাত্রীরা নিরাপদ নন। তাই নারী কর্মী ও ছাত্রীদের নিরাপত্তার জন্য এই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণ করতে হবে। সেই সঙ্গে এমন আচরণের জন্য তাঁকে শাস্তির আওতায় আনতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ অক্টোবর ভুক্তভোগী ওই নারী ওই শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে লিড দিয়ে এ কাজগুলো করছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’ 
এ বিষয়ে ওই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি লিখিত অভিযোগ পাওয়ার পরেই সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি এখন ঢাকায় রয়েছেন। তিনি এলে এ নিয়ে তদন্ত করা হবে।’

এ নিয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ‘অভিযোগের সত্যতা মিললে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা