হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে মসজিদের দেয়াল ভেঙে শ্রমিক নিহত

প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠির পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দেয়াল ও মাচান চাপায় পলাশ হাওলাদার (৩৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে। তাঁর দুইটি সন্তান রয়েছেন। 

জানা যায়, ওই মসজিদের দ্বিতীয়তলার নির্মাণাধীন দেয়াল ও মাচান ভেঙে পড়ে। এ সময় চাপা পড়ে পলাশ হাওলাদার নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। 

অপর এক শ্রমিক হারুনের ছেলে ঈসা হোসেন জানান, মসজিদের দ্বিতীয়তলায় ১৫ দিন আগে নির্মাণাধীন ওয়ালের সঙ্গে মাচান তৈরি করা হয়। সেই মাচানের ওপরে উঠে কাজ করছিল পলাশ। হঠাৎ বিকেলের দিকে ওয়াল ও মাচান ভেঙে নিচে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

নিহত পলাশের বাবা তোফাজ্জেল হাওলাদার ও ভগ্নিপতি হেমায়েত হোসেন অভিযোগ করে জানান, ওই মসজিদের নির্মাণকাজের ঠিকাদার মো. সৈয়দ হোসেন সিমেন্টের পরিমাণ কম দিয়ে ওয়াল নির্মাণ করেছে। যার কারণে ওয়াল ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই ঠিকাদারের বিচার দাবি করেন তাঁরা। 

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ঘটনার পর থেকে ঠিকাদার মো. সৈয়দ হোসেন আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা