বরিশালের মুলাদীতে পানিতে ডুবে মো. সাকিব নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর নবাবের হাট এলাকায় এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে শিশুর মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান। তিনি বলেন, ‘শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
সাকিব মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর নবাবের হাট এলাকার মো. মারুফ হাওলাদারের ছেলে। সে খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবায় পড়ে। স্বজনেরা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী হাসপাতালের চিকিৎসক শাহারাজ হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।