হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে সিঁধ কেটে ঘরে ঢুকে পঞ্চাশোর্ধ্ব নারীকে ধর্ষণ, টাকা-গয়না চুরি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে সিঁধ কেটে  ঘরে ঢুকে পঞ্চাশ বছর বয়সী এক নারীকে ধর্ষণ ও স্বর্ণালংকার-টাকাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই নারীর পুত্রবধূকেও শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘরে ছয়জন ঢুকে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 

ঘটনাটি ঘটেছে গত ৩১ মার্চ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে। পুলিশ বলছে, এ ঘটনার তদন্ত শেষে মামলা নেওয়া হবে। 

ভুক্তভোগী পুত্রবধূ জানান, ৩১ মার্চ রাত আনুমানিক ২টার দিকে চোরেরা সিঁধ কেটে ঘরে ঢোকে। তারা তাঁর শ্বশুরকে মুখ-হাত-পা বেঁধে ফেলে রাখে। একপর্যায়ে তাঁর শাশুড়িকে (৫০) ধর্ষণ করে। 

তিনি বলেন, ‘আমি চিৎকার করে লোকজন ডাকার চেষ্টা করলে চোরেরা আমার শিশুসন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকেও ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে আমাকে কিল-ঘুষি মেরে ঘরের স্বর্ণালংকারসহ বেশ কিছু আসবাবপত্র নিয়ে চলে যায়।’ 

ভুক্তভোগী বৃদ্ধার ছেলে জানান, তিনি ঢাকায় চাকরি করেন। কারা এমন ঘটনা ঘটিয়েছেন তিনি ধারণা করতে পারছেন না। এ ঘটনায় তিনি নেছারাবাদ থানায় একটি অভিযোগ দিয়েছেন। 

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রয়োজনে মামলা নেওয়া হবে।’

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়