হোম > সারা দেশ > ঝালকাঠি

সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে খননযন্ত্রের (ড্রেজার) মাধ্যমে বালু উত্তোলন করায় ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে বালু উত্তোলনের সময় তাদের আটক করে পুলিশ। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। 

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কেশবপুরের নাসির হাওলাদার (৪৭), পটুয়াখালীর কেশবপুরের আ. রহিম হাওলাদর (৫০), নেছারাবাদের কদমবয়া গ্রামের ইমাম হোসেন (২২), নেছারাবাদের সুজন (১৯), বাকেরগঞ্জের বিহারীপুর গ্রামের নাজমুল হাওলাদার (২৪) এবং বদরগঞ্জের সাতবুনিয়া গ্রামের রাসেল হাওলাদার (২১)। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, ‘রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।’ 

তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, আটক ছয়জনকে বালুমহাল আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে তিন মাস এবং বাকিদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু