পটুয়াখালীর দশমিনা উপজেলার একটি ভোটকেন্দ্রের সামনে চকলেট বোমার বিস্ফোরণ ও টায়ার জ্বালানোর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দশমিনা সদর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
দশমিনা বাজারের পাহারাদার ইউসুব রাঢ়ী বলেন, ‘আমি বাজারে ডিউটিতে ছিলাম। হঠাৎ দেখি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে আগুন জ্বলছে। আমাকে দেখে কয়েকজন চর হোসনাবাদ এলাকার দিকে ও বিদ্যালয়ের পেছন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আমি দৌড়ে গিয়ে ভোটকেন্দ্র থাকা লোকদের ডাকলে প্রিসাইডিং অফিসার, আনসার এবং দশমিনা থানা-পুলিশের উপপুলিশ পরিদর্শক আবিদ গোলদারসহ পুলিশ সদস্যরা এসে আগুন নেভান।
এ বিষয়ে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কয়েকটি শব্দ শুনে আনসারদের নিয়ে এসে দেখি পাঁচ-ছয়টি টায়ার জ্বলছে।’ ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।