হোম > সারা দেশ > বরিশাল

অপহরণের ১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রী অপহরণের ১৩ দিন পর ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারী যুবককে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবককে আজ মঙ্গলবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।

ওসি মাজহারুল ইসলাম বলেন, আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে গত ১৩ সেপ্টেম্বর সকালে ওই স্কুলের এক ছাত্রী (১৫) অপহরণের শিকার হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন একই এলাকার মহিউদ্দিন ফকিরের ছেলে মমিন আহম্মেদ ওরফে নিরব ফকিরসহ (১৮) তাঁর সহযোগীরা। সোমবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল ঢাকার কামরাঙ্গীরচর থানা-পুলিশের সহায়তায় কামরাঙ্গীরচর এলাকার একটি বাসা থেকে নিরব ফকিরকে গ্রেপ্তার করে। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সোমবার রাতেই তাঁদের আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, গ্রেপ্তার নিরব ফকিরকে আজ (মঙ্গলবার) সকালে বরিশাল আদালতে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম