বরিশালের মুলাদীতে ইলিশের জালে ধরা পড়েছে প্রায় ৮ ফুট লম্বা কুমির। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জয়ন্তী নদীর নাজিরপুর ইউনিয়নের পূর্ব ঘোষেরচর ভূঁইয়া বাড়ি লঞ্চঘাট এলাকায় কোনা জালে কুমির ধরা পড়ে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ও স্থানীয় জেলেরা বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ব ঘোষেরচর গ্রামের জেলে মো. আবদুর রহমান জানান, আজ সকালে ওই গ্রামের মোতাহার তালুকদারের ছেলে জাবুল তালুকদার ইলিশ ধরার জন্য ভূঁইয়া বাড়ি লঞ্চঘাট কোনা জাল ফেলেন। বেলা ১১টার দিকে জেলেরা জাল টানা শুরু করেন। টানার শেষ পর্যায়ে জালের মধ্যে প্রায় ৮ ফুট লম্বা বিরল প্রজাতির কুমির ওঠে। কুমিরটি সংরক্ষণের জন্য প্রশাসনকে সংবাদ দেওয়া হয়।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, ইলিশের জালে একটি কুমির ধরা পড়েছে। নদীতে আরও কুমির থাকতে পারে। তাই নদীতে গোসল এবং মাছ ধরার সময় জেলে ও সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।
মুলাদী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, কুমিরটি নেওয়ার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সংবাদ দেওয়া হয়েছে। তাঁদের সংগ্রাহক দলটি কুমিল্লায় আছে। দলটি এলে কুমিরটি তাঁদের কাছে হস্তান্তর করা হবে।