হোম > সারা দেশ > বরিশাল

দুই ঘণ্টা বিদ্যুৎহীন শেবাচিম হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হন রোগীরা। আজ সোমবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ ছিল না। এতে চরম দুর্ভোগে পড়ে শিশু, গাইনি, লেবার ওয়ার্ডের শত শত রোগী। বিদ্যুৎ না থাকায় সিঁড়ি বেয়ে রোগীকে তিন-চারতলা পর্যন্ত উঠানো হয়। বন্ধ ছিল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। রোগীরা অভিযোগ করেন, বিদ্যুতের অভাবে হাসপাতালের রোগীদের প্রায়ই এমন ভোগান্তিতে পড়তে হয়।

হাসপাতালের শিশু ওয়ার্ডের রোগীর স্বজন দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, শিশুকন্যা তুবা আক্তারকে নিয়ে বেলা ১টার আগে হাসপাতালে আসেন। তখন থেকেই হাসপাতালে বিদ্যুৎ ছিল না। ৩টার সময়ও বিদ্যুৎ আসেনি। সেখানকার অর্ধশত শিশু গরমে ভোগান্তির মধ্যে পড়ে। গাইনি ওয়ার্ডের এক রোগীর স্বজন আফজাল হোসেন বলেন, ‘বিদ্যুৎ নেই, পানি নেই, পরীক্ষা-নিরীক্ষাও বন্ধ। কোথায় যাব আমরা।’

জানতে চাইলে শেবাচিম হাসপাতালের বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফিরোজ আলম আজকের পত্রিকাকে বলেন, ওজোপাডিকোর বিদ্যুতের সাপ্লাইয়ে সমস্যা ছিল। তাই কিছুক্ষণ সংযোগ ছিল না। পরে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামকে এ বিষয়ে জানতে ফোন দিলেও রিসিভ করেননি। এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, যে সমস্যা হয়েছিল তা কাটিয়ে উঠেছেন তাঁরা। কী হয়েছে তা পরিচালক বলতে পারবেন।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের