হোম > সারা দেশ > বরিশাল

দুই ঘণ্টা বিদ্যুৎহীন শেবাচিম হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হন রোগীরা। আজ সোমবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ ছিল না। এতে চরম দুর্ভোগে পড়ে শিশু, গাইনি, লেবার ওয়ার্ডের শত শত রোগী। বিদ্যুৎ না থাকায় সিঁড়ি বেয়ে রোগীকে তিন-চারতলা পর্যন্ত উঠানো হয়। বন্ধ ছিল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। রোগীরা অভিযোগ করেন, বিদ্যুতের অভাবে হাসপাতালের রোগীদের প্রায়ই এমন ভোগান্তিতে পড়তে হয়।

হাসপাতালের শিশু ওয়ার্ডের রোগীর স্বজন দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, শিশুকন্যা তুবা আক্তারকে নিয়ে বেলা ১টার আগে হাসপাতালে আসেন। তখন থেকেই হাসপাতালে বিদ্যুৎ ছিল না। ৩টার সময়ও বিদ্যুৎ আসেনি। সেখানকার অর্ধশত শিশু গরমে ভোগান্তির মধ্যে পড়ে। গাইনি ওয়ার্ডের এক রোগীর স্বজন আফজাল হোসেন বলেন, ‘বিদ্যুৎ নেই, পানি নেই, পরীক্ষা-নিরীক্ষাও বন্ধ। কোথায় যাব আমরা।’

জানতে চাইলে শেবাচিম হাসপাতালের বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফিরোজ আলম আজকের পত্রিকাকে বলেন, ওজোপাডিকোর বিদ্যুতের সাপ্লাইয়ে সমস্যা ছিল। তাই কিছুক্ষণ সংযোগ ছিল না। পরে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামকে এ বিষয়ে জানতে ফোন দিলেও রিসিভ করেননি। এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, যে সমস্যা হয়েছিল তা কাটিয়ে উঠেছেন তাঁরা। কী হয়েছে তা পরিচালক বলতে পারবেন।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ