হোম > সারা দেশ > বরিশাল

দুই ঘণ্টা বিদ্যুৎহীন শেবাচিম হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হন রোগীরা। আজ সোমবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ ছিল না। এতে চরম দুর্ভোগে পড়ে শিশু, গাইনি, লেবার ওয়ার্ডের শত শত রোগী। বিদ্যুৎ না থাকায় সিঁড়ি বেয়ে রোগীকে তিন-চারতলা পর্যন্ত উঠানো হয়। বন্ধ ছিল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। রোগীরা অভিযোগ করেন, বিদ্যুতের অভাবে হাসপাতালের রোগীদের প্রায়ই এমন ভোগান্তিতে পড়তে হয়।

হাসপাতালের শিশু ওয়ার্ডের রোগীর স্বজন দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, শিশুকন্যা তুবা আক্তারকে নিয়ে বেলা ১টার আগে হাসপাতালে আসেন। তখন থেকেই হাসপাতালে বিদ্যুৎ ছিল না। ৩টার সময়ও বিদ্যুৎ আসেনি। সেখানকার অর্ধশত শিশু গরমে ভোগান্তির মধ্যে পড়ে। গাইনি ওয়ার্ডের এক রোগীর স্বজন আফজাল হোসেন বলেন, ‘বিদ্যুৎ নেই, পানি নেই, পরীক্ষা-নিরীক্ষাও বন্ধ। কোথায় যাব আমরা।’

জানতে চাইলে শেবাচিম হাসপাতালের বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফিরোজ আলম আজকের পত্রিকাকে বলেন, ওজোপাডিকোর বিদ্যুতের সাপ্লাইয়ে সমস্যা ছিল। তাই কিছুক্ষণ সংযোগ ছিল না। পরে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামকে এ বিষয়ে জানতে ফোন দিলেও রিসিভ করেননি। এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, যে সমস্যা হয়েছিল তা কাটিয়ে উঠেছেন তাঁরা। কী হয়েছে তা পরিচালক বলতে পারবেন।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর