হোম > সারা দেশ > বরিশাল

প্রধান শিক্ষককে টেঁটা নিয়ে ধাওয়া করলেন ছাত্র

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে দিয়ে উঠতে নিষেধ করায় প্রধান শিক্ষককে টেটা দিয়ে ধাওয়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। গতকাল সোমবার উপজেলার শোলক ভিক্টোরিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও শিক্ষার্থীরা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রভাতফেরি শেষে শহীদ বেদিতে জুতা নিয়ে উঠতে শিক্ষার্থীদের নিষেধ করেন প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন সরদার। শিক্ষকের নির্দেশ অমান্য করে জুতা নিয়ে শহীদ বেদিতে জুতা নিয়ে উঠে ওই বিদ‍্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র। এ সময় প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন ওই শিক্ষার্থীকে বকাঝকা করে এবং থাপ্পড় দিয়ে শহীদ বেদি থেকে নামিয়ে দেন। এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের বাইরে টেঁটা নিয়ে অপেক্ষা করেন ওই ছাত্র। পরে শিক্ষক বাইরে বের হলে সে টেটা দিয়ে তাঁকে ধাওয়ার করে। 

মোজাম্মেল হোসেন অভিযোগ করেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়িতে যাওয়ার জন্য বিদ্যালয় থেকে বের হন। এ সময় ওই শিক্ষার্থী তাঁর ওপর হামলা করার জন্য টেঁটা নিয়ে ধাওয়া করে। তিনি আত্মরক্ষার জন্য দৌড়ে এসে বিদ্যালয়ের নিজ কক্ষে ঢুকে পড়েন। এ সময় ওই ছাত্র কক্ষের বাইরে অপেক্ষা করতে থাকলে মোজাম্মেল হোসেন অবরুদ্ধ হয়ে পড়েন। পরে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয়দের খবর দিলে তাঁরা বিদ্যালয়ে এসে তাঁকে উদ্ধার করেন। ঘটনার পর থেকে পলাতক আছে ওই ছাত্র। 

অভিযুক্ত শিক্ষার্থীর বাবা বলেন, ‘ছেলের আচরণে আমি লজ্জিত। স্যারদের (শিক্ষকদের) যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেব।’ 

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারুন খান জানান, একজন ছাত্রের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগামীকাল বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান কিরোন তালুকদার জানান, এ ঘটনা জানতে পেরে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়