হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় দুই চিকিৎসকের করোনা শনাক্ত, স্বাস্থ্যসেবা ব্যাহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকসহ আটজনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে এই স্বাস্থ্যকেন্দ্রে ৪০ জন নমুনা দিয়েছেন। এদের মধ্যে আটজনের পজিটিভ এসেছে।

জানা যায়, কয়েক দিন ধরেই এ দুই চিকিৎসকের জ্বর ছিল। চিকিৎসকের সংকট হাওয়ায় উপসর্গ নিয়েও তাঁরা রোগীদের চিকিৎসা দিয়েছেন। পরে অবস্থা সন্দেহজনক হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার পরামর্শে পরীক্ষা করিয়ে হোম কোয়ারেন্টিনে যান। এই পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন দায়িত্বরত চিকিৎসকের করোনা আক্রান্ত হয়েছে। রোগীদের সেবা দিতে গিয়েই তাঁরা আজ করোনায় আক্রান্ত। এই এলাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও পাথরঘাটার লোকজন স্বাস্থ্যবিধি মানছে না বলেও তিনি উল্লেখ করেন।

এই চিকিৎসক বলেন, এমনিতেই হাসপাতালে চিকিৎসকের সংকট। এর মধ্যে দুজন আক্রান্ত হওয়ায় রোগীদের স্বাস্থ্যসেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। তাই সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিজেদের ও আশপাশের মানুষদের ভালো রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শও দেন তিনি।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর