হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় দুই চিকিৎসকের করোনা শনাক্ত, স্বাস্থ্যসেবা ব্যাহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকসহ আটজনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে এই স্বাস্থ্যকেন্দ্রে ৪০ জন নমুনা দিয়েছেন। এদের মধ্যে আটজনের পজিটিভ এসেছে।

জানা যায়, কয়েক দিন ধরেই এ দুই চিকিৎসকের জ্বর ছিল। চিকিৎসকের সংকট হাওয়ায় উপসর্গ নিয়েও তাঁরা রোগীদের চিকিৎসা দিয়েছেন। পরে অবস্থা সন্দেহজনক হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার পরামর্শে পরীক্ষা করিয়ে হোম কোয়ারেন্টিনে যান। এই পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন দায়িত্বরত চিকিৎসকের করোনা আক্রান্ত হয়েছে। রোগীদের সেবা দিতে গিয়েই তাঁরা আজ করোনায় আক্রান্ত। এই এলাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও পাথরঘাটার লোকজন স্বাস্থ্যবিধি মানছে না বলেও তিনি উল্লেখ করেন।

এই চিকিৎসক বলেন, এমনিতেই হাসপাতালে চিকিৎসকের সংকট। এর মধ্যে দুজন আক্রান্ত হওয়ায় রোগীদের স্বাস্থ্যসেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। তাই সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিজেদের ও আশপাশের মানুষদের ভালো রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শও দেন তিনি।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা