হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা গেছে। 

সুবর্ণা দাস (২৩) নামের ওই শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর শহরের সোনাইমুখী এলাকার শ্যামল দাসের মেয়ে। 

মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে এ ঘটনা ঘটতে পারে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, এভাবে একজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর অকাল মৃত্যু দেশের জন্য বিরাট ক্ষতি। এই প্রবণতা রোধে এখন জাতীয়ভাবে চিন্তা করা দরকার। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের শূন্যতা, হতাশা দেখা যাচ্ছে। এ জন্য তাঁদের মানসিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে তিনি জানান। 

কোতোয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে সুবর্ণা গলায় ফাঁস দেয়। শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা গেছে। 

ওসি জানান, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু