হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা গেছে। 

সুবর্ণা দাস (২৩) নামের ওই শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর শহরের সোনাইমুখী এলাকার শ্যামল দাসের মেয়ে। 

মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে এ ঘটনা ঘটতে পারে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, এভাবে একজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর অকাল মৃত্যু দেশের জন্য বিরাট ক্ষতি। এই প্রবণতা রোধে এখন জাতীয়ভাবে চিন্তা করা দরকার। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের শূন্যতা, হতাশা দেখা যাচ্ছে। এ জন্য তাঁদের মানসিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে তিনি জানান। 

কোতোয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে সুবর্ণা গলায় ফাঁস দেয়। শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা গেছে। 

ওসি জানান, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি