হোম > সারা দেশ > বরগুনা

বাসচাপায় রিকশাচালক নিহত, আহত একই পরিবারের ৩ সদস্য

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে বাসচাপায় জব্বার শরীফ (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন একই পরিবারের তিন সদস্য। 

আহত তিনজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। তাঁরা হলেন মোটরসাইকেলচালক বাদল শরীফ (৪৮), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (৪০) ও ছেলে বাকি বিল্লাহ (৮)। আহত বাদল বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে পটুয়াখালীগামী একটি বাস রিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রিকশাচালক জব্বার নিহত হন। এ সময় মোটরসাইকেলচালক, তাঁর স্ত্রী ও সন্তান আহত হন। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। 
 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, রিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর