হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলো দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের গছানী গ্রামের উঠতি কিশোর গ্যাংয়ের সদস্য বাবুল হাওলাদারের ছেলে মো. সোহাগ হোসেন (১৬), গনি হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (২০), মো. আলমগীর হাওলাদারের ছেলে জাহিদুল (১৬)।

দশমিনা থানা সূত্রে জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীকে (১৫) অভিযুক্ত সোহাগ হোসেন, হানিফ হাওলাদার, জাহিদুল ও সাব্বির এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ছাড়া বিভিন্ন সময় প্রকাশ্যে কুপ্রস্তাব দিত। অভিযোগে বলা হয়েছে, ওই কিশোরীর মা প্রবাসে কর্মরত থাকায় সাংসারিক সব কাজকর্ম তাকে করতে হয়। প্রতিদিন পানি আনতে বা কোনো কাজে বাড়ির বাইরে গেলে ওই কিশোরীকে প্রকাশ্যে অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত মঙ্গলবার ওই কিশোরীর বাবা কাজের কারণে বাড়ির বাইরে থাকায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ওই কিশোরীর চিৎকার শুনে এলাকার মানুষ এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। পরে ওই কিশোরীর বাবা শুক্রবার রাতে দশমিনা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সোহাগ, হানিফ ও জাহিদুলকে আটক করে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা