হোম > সারা দেশ > বরিশাল

১৪ বছরের কিশোরীকে বিয়ে, যৌতুকের জন্য ‘ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ১৪ বছরের কিশোরীকে অপহরণ করে বিয়ের সাত মাসের মাথায় যৌতুকের দাবিতে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরীর রূপাতলী ভাষানী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর রূপাতলী ভাসানী সড়কের বাসিন্দা রাকিব হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর স্ত্রী  জান্নাতুল আক্তার ফেরদৌসী (১৪) বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, উচু জায়গা থেকে পড়ে যাওয়ায় ওই গৃহবধূর দুই পা ভেঙে হাড় বের হয়ে গেছে। তার মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। তাকে হাসপাতালের নারী অর্থপেডিক্স ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জান্নাতুলের মা নুপুর বেগম আজকের পত্রিকাকে বলেন, সাত মাস আগে রূপাতলী ভাসানী সড়কের বাসিন্দা ইজিবাইক চালক রাকিব হোসেনকে (২২) পালিয়ে বিয়ে করে জান্নাতুল। দুই মাস আগে মেয়েকে বাসায় দিয়ে যায় রাকিব। তখন ২ লাখ টাকার ফার্নিচার দিয়ে মেয়েকে পাঠানোর জন্য বলে যায় রাকিব। তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে তাঁকে শেবাচিম হাসপাতালে যেতে বলেন। হাসপাতালে যাওয়ার পর মেয়ে শুধু বলেছে, তার স্বামী তাঁকে ছাদ থেকে ফেলে দিয়েছে। 

জান্নাতুল ফেরদৌসির বাবা রিপন হাওলাদার অভিযোগ করেন, যৌতুকের দাবিতে জামাই মেয়েকে খুব মারধর করতো। ঘটনাস্থল রূপাতলী হাউজিংয়ের ২২ নম্বর সড়কের ‘সারা-জারা ভবন’ এ গিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেশীরা অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। 

ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে গৃহবধূর স্বামী রাকিব হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক আরাফাত হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হোসেন স্বীকার করেছে যে, তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। জান্নাতুলের বাবা রিপন হাওলাদার বাদি হয়ে রাকিব হোসেনকে একমাত্র আসামি করে হত্যাচেষ্টার মামলা করেছেন।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা