হোম > সারা দেশ > ভোলা

ভোলায় জালে ধরা পড়া ১৩ কেজির আইড় মাছ

ভোলা প্রতিনিধি

জালে ধরা পড়া আইড় মাছ। ছবি: আজকের পত্রিকা

ভোলার মেঘনা নদীতে বড় আকারের ইলিশের পর এবার জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির আইড় মাছ। আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি ১৮ হাজার ৩৩০ টাকায় বিক্রি হয়।

মাছটি ক্রয় করেন ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী। তিনি জানান, মাছটি বরিশালের পাইকারি বাজারে ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি করা যাবে বলে আশা করছেন।

মাছ ব্যবসায়ী মো. ইউনুছ জানান, সোমবার সকালে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে আলাউদ্দিন মাঝির একটি ট্রলারে মাছ শিকারে গেলে অন্যান্য মাছের সঙ্গে জালে ধরা পড়ে বিশালাকৃতির আইড় মাছটি। দুপুরে তুলাতুলি ঘাটে এনে মাছটি বিক্রির জন্য তোলা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশ নেন একাধিক আড়তদার ও মাছ ব্যবসায়ী। সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি কেনেন জসিম ব্যাপারী।

খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘জাটকা রক্ষায় বিগত সময়ে জেলাপর্যায়ে যেসব অভিযান পরিচালিত হয়েছে, তা সফল হয়েছে। নদীতে অবৈধ জাল অপসারণের ফলে এখন বড় আকারের ইলিশ, আইড়সহ অন্যান্য মাছ জেলেদের জালে ধরা পড়ছে।’

মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে, যার সুফল আরও বেশি সংখ্যক মৎস্য প্রজাতি আহরণের মধ্য দিয়ে পাওয়া যাবে।’

এর আগে ১৯ জুন একই এলাকার তুলাতুলি মাছ ঘাটে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। সেটি নিলামে ৬ হাজার ৪৮০ টাকায় কিনে নেন আড়তদার মো. কামাল হোসেন।

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়