পটুয়াখালী-দুমকি-বাউফল সড়কের মোল্লাখালী বেইলি ব্রিজে বাসের চাকায় পিষ্ট হয়ে বাসের হেলপার (৩৫) নিহত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাসটি বেইলি ব্রিজে ওঠার সময় হেলপার ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ এসে বাসটি আটক এবং নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনার পর ‘বিসমিল্লাহ পরিবহন’ নামের যাত্রীবাহী ওই মিনিবাস জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।