হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল নগরী থেকে ভুয়া পুলিশ আটক

বরিশাল প্রতিনিধি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল এলাকা থেকে মো. জুম্মান (৩০) নামে পুলিশের পরিচয় দেওয়া এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জুম্মানকে শেবাচিম হাসপাতালের সামনে থেকে আটক করা হয় বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন। 

আটক মো. জুম্মান নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালি ঠাকুরবাড়ি এলাকার মো. আব্দুল জলিল মুনশির ছেলে। তিনি পুলিশ পরিচয় দিয়ে শেবাচিম হাসপাতালে আসা রোগীর স্বজন ও হাসপাতালের সামনে ফুটপাতে দোকানদারদের কাছ থেকে টাকা তুলছিলেন। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, জুম্মান সকালে শেবাচিম হাসপাতালের মেইন গেটে একটি ওয়াকিটকি সেট নিয়ে ঘুরছিলেন। তাঁর কাছে সাংবাদিকের দুটি ভুয়া আইডি কার্ডও ছিল। রোগীর স্বজন এবং ফুটপাতের দোকানদারের কাছ থেকে টাকা আদায় করার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি কোতোয়ালি মডেল থানা-পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে মেডিকেল পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। 

লোকমান হোসেন বলেন, শেবাচিমের পুলিশ কন্ট্রোল রুমে জুম্মানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক জুম্মান দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন