হোম > সারা দেশ > ভোলা

ট্রলারডুবি ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

ভোলা ও দৌলতখান প্রতিনিধি

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় দুজনের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় আরও এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে দুই জেলের মরদেহ জেলেদের জালে আটকা পরে বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দৌলতখান লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতেরা হলেন, এরশাদ (৩০), আকবর (৩৫)। এ ঘটনায় মমিন (২৫) নামের আরেক জেলে নদীতে এখনো নিখোঁজ রয়েছেন। তাঁরা সবাই চরপাতা ইউনিয়নের বাসিন্দা। নিহত এরশাদের বাবা নাগরমাল দুজনের মরদেহ শনাক্ত করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ও উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ছয় জেলেকে। তাঁদের ভোলা সদর হাসপাতাল ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জেলেরা হলেন, ইদ্দিস মাঝি (৫০), জামাল মাঝি (৪৪) ছিডু মাঝি (৪২), সোহেল মাঝি (৩০), মনির মাঝি (৩২) ও নাদিম মাঝি (১৮)। 

দৌলতখান উপজেলা ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি এফএইচ খায়রুল জামান ফয়সাল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

খায়রুল জামান ফয়সাল জানান, গতকাল বুধবার গভীর রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের আব্দুর রহমানের ট্রলারে করে ওই ইউনিয়নের ৯ জেলে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ৩টার দিকে তাঁরা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেঘনা নদীতে মাছ ধরছিলেন। ওই সময় ঢাকা থেকে হাতিয়াগামী তাসরিফ-২ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ওই স্থানে এসে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। জেলেদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছয় জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরে থেকে ওই তিন জেলে নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে দুজনের মরদেহ পাওয়া গেলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন। 

দৌলতখান উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা কাজ করছেন। 

দৌলতখানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ছয় জেলেকে। জেলেদের জালে দুজনের মরদেহ আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। 

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের