হোম > সারা দেশ > বরিশাল

মাহফিলে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

নিহত ড. ফরহাদ হোসেন

বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন (৫৩) নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড. মো. ফরহাদ হোসেন মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের প্রয়াত মো. আব্দুল কাদেরের ছেলে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয় ১ ও ২ ) উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে নন্দীরবাজার এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে মীরগঞ্জ ফেরিঘাট থেকে ইঞ্জিনচালিত যান মাহেন্দ্রতে রওনা দেন তিনি। কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ এলাকায় গাড়িটি একটি প্রাণীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে চালকসহ চার যাত্রী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ড. ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে।

ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য জয়নুল আবেদীন পারভেজ বলেন, ড. মো. ফরহাদ হোসেন মাহফিলের প্রধান অতিথি ছিলেন। আজ শুক্রবার সকালের দিকে তিনি ঢাকা থেকে এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০