হোম > সারা দেশ > বরিশাল

মাহফিলে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

নিহত ড. ফরহাদ হোসেন

বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন (৫৩) নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড. মো. ফরহাদ হোসেন মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের প্রয়াত মো. আব্দুল কাদেরের ছেলে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয় ১ ও ২ ) উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে নন্দীরবাজার এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে মীরগঞ্জ ফেরিঘাট থেকে ইঞ্জিনচালিত যান মাহেন্দ্রতে রওনা দেন তিনি। কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ এলাকায় গাড়িটি একটি প্রাণীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে চালকসহ চার যাত্রী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ড. ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে।

ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য জয়নুল আবেদীন পারভেজ বলেন, ড. মো. ফরহাদ হোসেন মাহফিলের প্রধান অতিথি ছিলেন। আজ শুক্রবার সকালের দিকে তিনি ঢাকা থেকে এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা