হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের শিশু জিসান ও ঘোপখালী গ্রামের শিশুকন্যা সারামনি পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের জসিম হাওলাদারের ছেলে জিসান (৩) সোমবার বিকেলে পুকুরের ঘাটে যায়। ওই সময় পা ফসকে শিশুটি পুকুরে পড়ে যায়। শিশু জিসানকে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। 

অন্যদিকে ঘোপখালী গ্রামের তোফাজ্জেল তালুকদারের মেয়ে তামান্না তার মেয়ে সারামনিকে (২) নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসে। সোমবার দুপুরে সারামনি নানাবাড়ির পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশু দুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক মোর্শেদ আলম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু জিসানের চাচা গাজী সেরাজ মিয়া বলেন, ঘাটলায় পা ফসকে জিসান পুকুরে পড়ে মারা গেছে।

সারামনির নানা মো. তোফাজ্জেল তালুকদার বলেন, পুকুরে ডুবে আমার নাতি মারা গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোর্শেদ আলম বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা