হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের শিশু জিসান ও ঘোপখালী গ্রামের শিশুকন্যা সারামনি পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের জসিম হাওলাদারের ছেলে জিসান (৩) সোমবার বিকেলে পুকুরের ঘাটে যায়। ওই সময় পা ফসকে শিশুটি পুকুরে পড়ে যায়। শিশু জিসানকে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। 

অন্যদিকে ঘোপখালী গ্রামের তোফাজ্জেল তালুকদারের মেয়ে তামান্না তার মেয়ে সারামনিকে (২) নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসে। সোমবার দুপুরে সারামনি নানাবাড়ির পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশু দুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক মোর্শেদ আলম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু জিসানের চাচা গাজী সেরাজ মিয়া বলেন, ঘাটলায় পা ফসকে জিসান পুকুরে পড়ে মারা গেছে।

সারামনির নানা মো. তোফাজ্জেল তালুকদার বলেন, পুকুরে ডুবে আমার নাতি মারা গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোর্শেদ আলম বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। 

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা