হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যালয় চত্বরে বজ্রপাত, ৩ শিক্ষার্থী অজ্ঞান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিদ্যালয় চত্বরে বজ্রপাত ও এর বিকট শব্দে শ্রেণিকক্ষে থাকা তিন শিক্ষার্থীর জ্ঞান হারানোর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বলেও জানা গেছে। এদের মধ্যে রবিন (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুরে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার বড়াল জানান, বেলা ১টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় সপ্তম শ্রেণির কক্ষের অদূরে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ভীত ও আতঙ্কিত হয়ে সপ্তম শ্রেণির রবিনসহ তিন শিক্ষার্থী জ্ঞান হারায় এবং আরও দুই-তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। দুই শিক্ষার্থীর জ্ঞান ফিরলেও রবিনের জ্ঞান না আসায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জ্ঞান ফেরার পর রবিন জানায়, সে জানালার পাশে বসা ছিল। তার হাতে সামান্য তাপ লেগেছে। তাপে ও বিকট শব্দের আতঙ্কে জ্ঞান হারায় সে।

এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী বলেন, ‘বজ্রপাতের বিকট শব্দে দড়িচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থী অজ্ঞান হয়েছিল। তারা সবাই এখন সুস্থ আছে।’ 

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন