হোম > সারা দেশ > বরিশাল

ছয় দিনের আদেশে ভারতে ছয় মাস কারাভোগ শেষে বাড়ির পথে পাথরঘাটার ১১ জেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ভারতের আদালতের ছয় দিনের আদেশে ছয় মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন বরগুনার পাথরঘাটার ১১ জেলে। গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে দেশের জলসীমা অতিক্রম করে ভারতে চলে যান। পরে সে দেশের জেলেরা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেখানে আদালত তাঁদের ছয় দিনের কারাদণ্ড দেন। কিন্তু ছয় মাস কারাভোগ করেন তাঁরা।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে দেশে ফেরেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

গোলাম মোস্তফা বলেন, ছয় মাস আগে পাথরঘাটা থেকে এফবি মা ফাতেমা ট্রলারের ১১ জেলে ভারতের জলসীমায় চলে গেলে আদালত তাঁদের ছয় দিনের কারাদাণ্ড দেন। কিন্তু বাংলাদেশের দূতাবাসের আন্তরিকতার অভাবে তাঁদের ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হয়। তিনি বলেন, ঝড়ের কবলে পড়ে ২০১৯ সালে ভারতীয় জলসীমায় চলে যাওয়া পাঁচ জেলে এখনো সে দেশের কারাগারে বন্দী রয়েছেন। তাঁদের তিন বছর কারাদণ্ড দিয়েছেন ওই দেশের আদালত।

ভারত থেকে ফিরে আসা জেলেরা হলেন মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. আলী হোসেন, মো. সামছুল হক মাঝি, আব্দুল জলিল মিয়া, মো. রুবেল, মো. রুস্তম, মো. হারুন ও হাফিজুর রহমান। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়। আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তাঁরা বাড়ি পৌঁছাবেন। 

গত বছরের ১৫ আগস্ট ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করে সেখানের স্থানীয় জেলেরা। পরদিন ১৬ আগস্ট দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা