হোম > সারা দেশ > বরিশাল

পুলিশ পরিচয়ে তল্লাশি-ছিনতাই, পিটুনিতে আহত যুবলীগ নেতা কারাগারে

 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

সৈয়দ আরিফ ওরফে রিপন মীর। ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে তল্লাশি ও মাছ বিক্রির ২১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগের এক নেতাকে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এস তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি (বটতলা) এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম সৈয়দ আরিফ ওরফে রিপন মীর। তিনি রত্নপুর ইউনিয়ন যুবলীগ সদস্য। তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের জয় বিশ্বাস নামের এক মাছচাষি উপজেলা সদর বাজারে মাছ বিক্রি করে ভোরে বাড়িতে ফিরছিলেন। এ সময় বটতলা এলাকায় পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে জয় বিশ্বাসের শরীর তল্লাশি করে মাছ বিক্রির ২১ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেন রিপন মীর। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করলে দুজন টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ সময় রিপনকে ধরে স্থানীয় লোকজন পিটুনি দেয়। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে রিপনকে থানায় নিয়ে যান।

অভিযোগ রয়েছে, এর আগে গত বৃহস্পতিবার ভোরে বাইপাস সড়কে রাজিহার গ্রামের মাছ ব্যবসায়ী শংকর হালদারকে জিম্মি করে ১১ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যান রিপন। গত রোববার সকালে বিল্বগ্রামে লাইজু বেগমের কাছ থেকে পুলিশ পরিচয়ে ৬০ হাজার টাকা নেন তিনি। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, টাকা ছিনতাইয়ের ঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে বিকেলে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সৈয়দ আরিফ ওরফে রিপন মীরকে আটক করে স্থানীয়রা পিটুনি দিয়ে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তাঁকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ