হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলা, কনের চাচার মৃত্যুর ঘটনায় মামলা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলায় কনের চাচার মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে আজ বুধবার সকালে থানায় মামলা করেন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের সেলিম সরদার (৩৬) গত ২৭ অক্টোবর ভাতিজির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। বিয়ের অনুষ্ঠান ও আতিথেয়তা শেষে বিকেলে বর-কনেকে বিদায় দেওয়ার সময় কনের মামা হৃদয়ের সঙ্গে বরের কথা-কাটাকাটি হয়।

ওসি (তদন্ত) বলেন, এ সময় কনের মামা বরকে থাপ্পড় মারেন। এ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলে কনের চাচা সেলিম সরদারসহ দুজন হৃদয় সরদারকে থামানোর চেষ্টা করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে কাঠ দিয়ে সেলিম সরদারকে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ অক্টোবর ভোরে তিনি মারা যান।

মাজহারুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় নিহত সেলিম সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে আজ বুধবার সকালে থানায় মামলা করেন। মামলায় হৃদয়কে প্রধান আসামি করা হয়। তা ছাড়া পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত নেছারাবাদের নদীতীরের গ্রামগুলো

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ