হোম > সারা দেশ > ভোলা

ফেসবুক আইডি হ্যাক করে এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জার্নালিস্ট মিলি সিকদার’ নামের একটি আইডি হ্যাক করে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মিলি সিকদার নামের এক সংবাদকর্মী। 

গতকাল মঙ্গলবার দুপুরে ওই আইডি থেকে এসব অপপ্রচার করা হয়। পরে নিজের ব্যক্তিগত আইডি ব্যবহার করে এমন কুরুচিপূর্ণ অপপ্রচার করার প্রতিবাদে রাতেই লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মিলি সিকদার। 

সংবাদ সম্মেলনে মিলি সিকদার বলেন, ‘সাংবাদিক মিলি সিকদার’ নামে তাঁর একটি ফেসবুক আইডি ছিল। ওই আইডি হ্যাক করে প্রায় দুই মাস আগে ভোলা-২ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। পরে ওই ঘটনায় হ্যাক আইডির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় আইসিটি আইনে মামলা দায়ের করা হয়। 

এত দিন অপপ্রচার বন্ধ রাখার পর ওই আইডির আগের নাম পরিবর্তন করে ‘জার্নালিস্ট মিলি সিকদার’ নাম ব্যবহার করে মঙ্গলবার দুপুরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি তাঁর নজরে এলে প্রথমে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। 

মিলি সিকদার জানান, তাঁকে কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এ জন্য তাঁর আইডি হ্যাক করে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর নামে অপপ্রচার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার দাবি করেন মিলি সিকদার। 

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর