হোম > সারা দেশ > বরিশাল

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় বরিশালে মানুষের আনন্দ উল্লাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নেচে-গেয়ে মানুষের উল্লাস। ছবি: আজকের পত্রিকা

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় ফরচুন বরিশাল যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ শুক্রবার রাতে হাজার হাজার মানুষ সড়কে নেমে স্লোগান ও নেচে-গেয়ে উল্লাস করেন। বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল।

রাতে চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার পর নগরীর সব অলিগলি থেকে মিছিল বের করে কিশোর-যুবকেরা। কিশোরী-তরুণীরাও মিছিলে অংশ নেন।

মিছিলে ভেঁপু বাজিয়ে ও ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাস করেন তাঁরা। বের হয়েছে পিকআপ ও মোটরসাইকেল শোভাযাত্রা। বেশির ভাগ মিছিল নগরের প্রধান সড়ক সদর রোডে প্রবেশ করায় তখন যানবাহন চলা চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে নগরের বেলস্‌ পার্কে খেলা দেখতে ভিড় করেন শত শত ক্রিকেটপ্রেমী। আজ শুক্রবার বিকেল থেকেই নগরীতে বিপিএলে উৎসব শুরু হয়। বিভিন্ন সড়কের গলিতে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়।

বরিশালে নেচে-গেয়ে মানুষের উল্লাস। ছবি: আজকের পত্রিকা

ফরচুন বরিশালের বিজয়ের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। মারুফ হোসেন নামক এক ক্রিকেটভক্ত জানান, ‘এ বিজয় প্রত্যাশিত ছিল। আমরা ভীষণ খুশি।’

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ